সুন্দরের অঙ্গীকার
Advertisements
নতুন বছরে আমাদের অঙ্গীকার বাংলাদেশের ওয়েব ইতিহাসে এক মাইলফলক স্থাপন করা। রূপ কেয়ার ডট কম এ প্রতিদিনই থাকবে রূপসজ্জা, গৃহসজ্জা, বিশেষজ্ঞদের পরামর্শ, শারীরিক এবং মানসিক সমস্যার বিশ্লেষণ ও এর প্রতিকার, রান্না-বান্না, টুকিটাকি, কুইজসহ সর্বোপরি একটি স্বয়ংসম্পূর্ণ একটি অনলাইন ম্যাগাজিন। আর প্রতিটি ক্ষেত্রেই থাকবে পাঠকদের প্রত্যক্ষ অংশগ্রহণ এবং মানসম্পন্ন লেখা। পাঠকদের পরামর্শই আমাদের শক্তি। আমরা আপনাদের সুচিন্তিত মতামত এবং মানসম্পন্ন লেখা আশা করছি আমাদের ই-মেইল: [email protected] এবং আমাদের ফেইসবুক পেইজ www.facebook.com/rupcare এই ঠিকানায়।
RupCare.com — ——- “সুন্দরের অঙ্গীকার”