|গসিপ ডেস্ক|
অভিনয় জগতকে বিদায় জানাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ ঈশিতা। আপাতত সংসার নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। গত কয়েক বছরে হাতে গোনা কয়েকটি নাটকে তাকে দেখা গেছে। বিশেষ করে কিছু দিন ধরে অভিনয়কে একেবারেই এড়িয়ে চলছেন তিনি। ‘নতুন কুঁড়ি’প্রতিযোগিতা থেকে উঠে আসা এ তারকা অভিনয়ের পাশাপাশি নিয়মিত নৃত্য-উপস্থাপনাসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন।
Advertisements
সম্প্রতি ঈশিতা জানান, ‘স্বামী, সন্তান এবং সংসারকে পর্যাপ্ত সময় দেয়ার কারণে অভিনয়ের সময় পাচ্ছি না। এ ছাড়া আমার ছেলে জাজীরের বয়স কেবল চার বছর। ওর এখন বেড়ে ওঠার সময়। তাই তাকে ঠিকমতো দেখভাল করতে হচ্ছে। এখন আমি পরিবারকেই বেশি প্রাধান্য দিচ্ছি। তাই অভিনয়ের বিষয়টি কিছুটা এড়িয়ে চলছি।’
অভিনয়ের পাশাপাশি ঈশিতা পরিচালনায়ও দক্ষতার প্রমাণ দিয়েছেন। তার পরিচালিত প্রথম নাটক ‘এক নিঝুম অরণ্যে’। নাটকটি তাকে নির্মাতা হিসেবে সফলতাও এনে দিয়েছিল। সর্বশেষ গত ভালোবাসা দিবস উপলক্ষে তিনি একটি খন্ড নাটক নির্মাণ করেছিলেন। টেলিভিশনের সামনে ছাড়াও, পর্দার পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ঈশিতা। তিনি চ্যানেল আই এর অঙ্গপ্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ম্যানেজার (পরিকল্পনা) পদে কাজ করেছেন।