Advertisements

২০২০ সালে আয় বাড়বে সিংহ রাশির জাতকের

singho-20200101130543 ২০২০ সালে আয় বাড়বে সিংহ রাশির জাতকের

রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)। এই রাশির অধিকর্তা গ্রহ হলো রবি। এ রাশির জাতকের ক্ষেত্রে এই বছরটি শুরু থেকেই ভালো ফল দেবে।

বছরের শুরু থেকেই সামগ্রিক ভাবে জাতকের অনুকূলেই থাকবে। বছরের শুরুতেই জানুয়ারিতে শনি আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। এর ফলে চাকরিতে পদন্নতির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কাজের যোগ্য সম্মান লাভে সাহায্য করবে।

Advertisements

এ বছর এই রাশির জাতকদের আয় বৃদ্ধি, কর্মক্ষেত্রে পদোন্নতি, সম্মান বৃদ্ধির যোগ রয়েছে। প্রচুর অর্থব্যয় হলেও উপার্জন বৃদ্ধির ফলে তুলনামূলক ভাবে অধিক ধন সঞ্চয়ে সক্ষম হবেন এই রাশির জাতকরা। ব্যবসায় আর্থিক সংকট কেটে গিয়ে অনেক বেশি উন্নতিলাভ করবেন।

বছরের শুরুতে কিঞ্চিৎ সমস্যা দেখা দিলেও বছরের মধ্য ভাগ থেকে জাতকের বিবাহিত জীবনে সুখ, স্বচ্ছন্দ ফিরে আসবে। এ বছর পরিবারের সকলের সঙ্গেই সম্পর্ক ভালো থাকবে।

প্রেম, নতুন সম্পর্ক বা বিবাহের জন্য এ বছর খুবই শুভ। সন্তানের দিক থেকেও সন্তোষজনক ফল পাবেন।

Advertisements

Check Also

রাতের আঁধারে রূপ খোলে মাওয়া এক্সপ্রেসওয়ে

ঢাকা-মাওয়া দেশের প্রথম এক্সপ্রেসওয়ে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এক বছর হল। তবে পদ্মা …