|রূপ-কেয়ার ডেস্ক|
পিগমেন্টেশন এবং বার্ধক্য প্রতিরোধী গুণের পাশাপাশি কমলার আরো অনেক গুণ আছে। এর মধ্যে ব্রণ প্রতিরোধী একটি গুণ অনন্য। যেসব ত্বকের লোমকূপ গুলো স্পর্শকাতর অর্থাৎ লোমকূপের গোড়াগুলো বেশি প্রশস্ত, সেসব ত্বকের ব্রণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কমলার রসের একটি বিশেষ ক্ষমতা আছে, এটি এস্ট্রিঞ্জেন্ট হিসাবে কাজ করে। এস্ট্রিঞ্জেন্ট হলো এক ধরণের উপাদান যা ব্রণকে বড় হতে বাধা দেয়। কমলার রস দিয়ে একটি প্যাক বানিয়ে ব্যবহার করলে ব্রণ মুক্ত থাকা যাবে।
এর জন্য আপনাকে কমলার খোসা বেঁটে তার সাথে এক টেবিল চামচ কমলার রস যোগ করতে হবে। ভাল ভাবে মিশ্রণ তৈরী করে তা সারা মুখে প্রয়োগ করুন। এভাবে পনেরো মিনিট রাখুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এটি ব্যবহার করলে আপনার মুখে ব্রণের প্রাদূর্ভাব কমে যাবে এবং ব্রণের ক্ষতের দাগও দূর হবে। কমলায় যে এসেনশিয়াল অয়েল রয়েছে তা ব্রণ দূর করার পাশাপাশি মুখের তৈলাক্ততাও নিয়ন্ত্রণে সাহায্য করে।
Advertisements
Tags face care pimple কমলা ব্রণ মুখের যত্ন
Check Also
নিঃশ্বাস পরিষ্কার রাখে যে ৫ খাবার
বায়ু দূষণ আমাদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। হাঁপানির সমস্যা বাড়িয়ে তোলা থেকে শুরু …