Advertisements

এই গরমে নগরদোলায় বিশেষ ছাড়

|রূপ-কেয়ার ডেস্ক|
rupcare_sale1 এই গরমে নগরদোলায় বিশেষ ছাড়
দেশের অন্যতম ফ্যাশন হাউজ নগরদোলা এই গরমে আপনাদের জন্য নিয়ে এসেছে বিশেষ ছাড়। মে মাসের ১৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত চলবে নগরদোলার সামার সেল। এসময় ক্রেতারা পাবেন বিভিন্ন পণ্যের ওপর ২০-৬০% পর্যন্ত ছাড়।
উল্লেখ্য নগরদোলায় দেশিয় ফ্যাশনের শাড়ি, সেলোয়ার কামিজ, ফতুয়া, পাঞ্জাবী, টি-শার্ট, জুয়েলারী, শো পিস্‌ সহ ঘর সাজানোর বিভিন্ন উপকরণ।
তবে এই ছাড় শুধুমাত্র নগরদোলার ধানমন্ডি এবং বনানী এই দুটি শো-রুমের জন্য প্রযোজ্য।

Advertisements

Check Also

নিয়মিত হাই হিল পরলে কী হয়?

হাই হিল ফ্যাশনপ্রেমীদের কাছে বেশ প্রিয়। আবার বিশ্বের নামীদামী মডেল-অভিনেত্রীদেরও হাই হিলেই অভ্যস্ত দেখা যায়। …