|রূপ-কেয়ার ডেস্ক|
চারিদিকে পরিবর্তনের হাওয়া। নারী-পুরুষ নির্বিশেষে সবাই আজ স্বাধীনচেতা। তারুণ্যের উচ্ছলতা আর নারী স্বাধীনতার প্রতি আকুন্ঠ সমর্থন জানিয়ে আড়ং এবারের ঈদে মেয়েদের পোশাকের ডিজাইনে এনেছে ভিন্ন ধাচ। প্রাণচঞ্চল তারুণ্যের প্রতীক হিসাবে তাদের পোশাকের নাম দিয়েছে ‘ব্রেক ফ্রি’।
Advertisements
এই পোশাক গুলো নানা রকম মৌসুমী ফল-মূলের রঙে রাঙানো হয়েছে। এছাড়াও খুব শীঘ্রই আরো বাহারী রকমের পোশাকের রেঞ্জ নিয়ে আসছে ঈদুল ফিতর উপলক্ষ্যে।
আসুন ব্রেক ফ্রি-র পোশাকগুলো এক নজরে দেখে নিই।