Advertisements

রোনাল্ডোর সুন্দরী প্রেমিকা ইরিনা আসছেন বলিউডের সিনেমায়!

|গসিপ ডেস্ক|

rupcare_ronaldo-girlfriend1 রোনাল্ডোর সুন্দরী প্রেমিকা ইরিনা আসছেন বলিউডের সিনেমায়!

পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর প্রেমিকা, এবং রাশিয়ান সুপার মডেল ইরিনা শায়ক ফুটবলপ্রেমীদের অতি পছন্দের এক নাম। দারুন সুন্দরী এই মডেল কিছুদিন আগেই মুম্বাই ঘুরে যান একটি ফ্যাশন শো-তে অংশগ্রহণের খাতিরে। আর এর মাঝেই নাকি তার কথাও হয়েছে বেশ কয়েকজন নামী বলিউডি চলচ্চিত্র নির্মাতার সাথে। অবস্থা দেখে মনে হচ্ছে, খুব জলদিই বলিউডের ছবিতে অভিনয় করতে দেখা যাবে এই রাশিয়ান সুন্দরীকে! যদিও ইদানিং বিশ্বের নামিদামী তারকা ও মডেলদের বলিউড প্রীতি নতুন কিছু নয়।

Advertisements

rupcare_ronaldo-girlfriend2 রোনাল্ডোর সুন্দরী প্রেমিকা ইরিনা আসছেন বলিউডের সিনেমায়!

জানা যায়, বলিউডি ছবি বেশ পছন্দ করেন ইরিনা। rupcare_ronaldo-girlfriend3 রোনাল্ডোর সুন্দরী প্রেমিকা ইরিনা আসছেন বলিউডের সিনেমায়!অনিল কাপুরের ‘স্লামডগ মিলিনিয়াম’ ছবিটি দুইবার দেখেছেন তিনি। এর আগে নিজে অভিনয়ও করেছেন একটি হলিউডি ছবিতে। এবার বলিউডে নিজের প্রতিভা যাচাই করতে চাইছেন তিনি। সেইসাথে এখানকার বিশাল মিডিয়া বাজার আর বিগ বাজেট ব্যানারের প্রতি আকর্ষণ তো আছেই!

বলিউডে ইরিনার পদার্পন নিঃসন্দেহে রোনাল্ডো ও তার প্রেমিকার ভক্তদের জন্য চমকপ্রদ এক সুখবর। এখন দেখার অপেক্ষা কবে নাগাদ ইরিনা প্রকাশিত হন হিন্দী ছবির জগতে।

সূত্র: মিডিয়াটাইমস্‌২৪

Advertisements

Check Also

কাজলের বিয়ে!

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। মিষ্টি হাসি আর মায়াবী চেহারা দিয়ে জয় করে …