ইতোমধ্যেই বিনোদন জগতের আলোচিত তারকাতে পরিণত হয়েছেন তিনি। বিতর্ক-সমালোচনার ভিরে তিনি যে নিজের একটি বিশেষ অবস্থান করে নিয়েছে তা কিন্তু দৃষ্টিগোচর নয়। খুব অল্পসময়েই জনপ্রিয়তা অর্জন করতে পারায় বেশ কিছু মহলের দৃষ্টিও আকরশনে সক্ষম হয়েছেন তিনি। সময়ের আলোচিত এই তারকা সম্প্রতি খ্যাতনামা হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়ার লুমিয়া সিরিজের ব্র্যান্ড প্রোমোটার হয়েছেন। সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নায়লা নাইম এ তথ্য জানিয়েছেন।
Advertisements
গত ২৭ জুন এক স্ট্যাটাসে তিনি লিখেছেন – “একটি সময় ছিল যখন বাংলাদেশে মোবাইল ফোন বলতে সবাই নোকিয়া-কেই চিনত। আশেপাশে মোবাইল ফোন ব্যবহারকারীদের নিয়ে জরিপ চালালে দেখা যেত ১০ জনের ৯ জনই নোকিয়া ব্যবহারকারী। অন্য ১০ জনের মত আমার পরিবারের সবাই নোকিয়া ব্যবহার করত এবং এই নোকিয়ার হাত ধরেই আমার মোবাইল ফোন ব্যবহার শুরু হয়। আজ আমি NOKIA Lumia সিরিজের ব্র্যান্ড প্রোমোটার – যার অংশ হতে পেরে আমি গর্বিত, আমি ধন্য, আমি সত্যিই অনেক আনন্দিত।”
সূত্র : প্রিয় লাইফ