নিজের নতুন সিনেমা ‘মহেঞ্জোদারো’তে হৃতিক রোশানকে নেওয়ার কথা আগেই নিশ্চিত করেছেন আশুতোষ গোয়ারিকার। তখন থেকেই মুম্বাই সিনেপাড়ায় গুঞ্জন চলছিল কে হতে যাচ্ছেন ঐতিহাসিক পটভূমিতে নির্মিতব্য এই সিনেমায় হৃতিকের নায়িকা।
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল।এই সিনেমায় বলিউডের নীল চোখের নায়কের বিপরীতে দেখা যাবে নবাগতা পুজা হেগড়েকে।
ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া বলছে, ‘মহেঞ্জোদারো’ সিনেমায় হৃতিকের সঙ্গে প্রেম করেন ২০১০ সালের মিস ইন্ডিয়া ইউনিভার্স। এই সিনেমার মাধ্যমেই হিন্দি সিনেমায় অভিষেক হবে তার। এর আগে একটি দুটি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন তিনি।
Advertisements
খবরটি নিশ্চিত করে আশুতোষ বলেন, “আমি খুবই খুশি যে আমি পুজাকে খুঁজে পেয়েছি। হৃতিকের পাশে তাকে খুবই মানায়। শুধু তাই নয়, তিনি খুবই সাবলীল একজন অভিনেত্রী এবং সম্পূর্ণ নতুন একটি মুখ।”
চলতি বছরের অক্টোবরেই সিনেমাটির শুটিং শুরু করবেন বলে জানালেন আশুতোষ।
বলিউডের সুপারস্টারদের বিপরীতে নতুন মুখ নেওয়ার ঘটনা আশুতোষের জন্য নতুন নয়। এর আগে ‘সোয়াদেশ’ সিনেমায় শাহরুখ খানের নায়িকা হিসেবে তিনি বেছে নিয়েছিলেন গায়ত্রি জোশিকে।
সূত্র:বিডিনিউজ২৪.কম