Advertisements

সবারই এই কাজগুলো বিয়ের ফাঁদে পড়ার আগে একবার করে নেয়া উচিত!

amitumi_before-wedding সবারই  এই কাজগুলো বিয়ের ফাঁদে পড়ার আগে একবার করে নেয়া উচিত!

বিয়ে মানে আক্ষরিক অর্থেই “ফাঁদ” বৈকি! বিয়ে মানে আপনার সিঙ্গেল জীবনের উচ্ছলতার অবসান এবং সাংসারিক দায়িত্ব ও কর্তব্য ভরা জীবনে প্রবেশ। জীবনসঙ্গী তো আছেই, সাথে শ্বশুরবাড়ি, অনেক নতুন সম্পর্ক, সন্তান ইত্যাদি সব মিলিয়ে সিঙ্গেল জীবনের সম্পূর্ণ বিপরীত আর অনেক বেশী সিরিয়াস হয়ে যায় জীবনটা বিয়ের পরে। বিয়ে করতে চলেছেন?

তাহলে অবশ্যই এই ২১ টি কাজ একবার হলেও করে ফেলুন। বিয়ের পর আর সুযোগ নাও মিলতে পারে!

১) নিজের যাবতীয় ছোট ছোট শখ পূরণ করে ফেলুন। কে জানে বিয়ের পর জীবন কেমন হবে।

২) বন্ধু/বান্ধবীদের সাথে দূরে কোথাও একা একা বেরিয়ে আসুন। বিশেষ করে আপনি মেয়ে হয়ে থাকলে তো অবশ্যই। বিয়ের পর অনেক বছর আর এসব হয়ে উঠবে না।

৩) নিজের লেখাপড়া অবশ্যই শেষ করুন। কিংবা এমন ব্যবস্থা করুন যেন বিয়ের পর ও লেখাপড়া ঠিক থাকে।

৪) বাজার করা শিখে ফেলুন।

৫) টুকটাক রান্নাও শিখে ফেলুন, দারুণ কাজে আসবে।

৬) কিছুদিন একা থাকুন, নিজেকে নিজে উপভোগ করুন।

৭) যত রকমের পাগলামি করতে চান, করেই ফেলুন সব বিয়ের আগে।

৮) পুরনো যত প্রেমের সম্পর্ক ছিল, সবগুলোর পালা এমনভাবে চুকিয়ে ফেলুন যেন ভবিষ্যতে আর ঝামেলা না হয়।

Advertisements

৯) নিজের স্বপ্নের চাকরি বা কাজটি অবশ্যই খুঁজে নিন।

১০) ছোট বিষয়ে উত্তেজিত না হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখে ফেলুন।

১১) অতীতের ভুল ভ্রান্তি গুলো শুধরে নিয়ে একজন নতুন মানুষ হয়ে উঠুন।

১২) পরিবারের সাথে প্রচুর সময় কাটান। বিশেষ করে আপনি মেয়ে হয়ে থাকলে। এই দিন কিন্তু আর ফিরে আসবে না না।

১৩) নিজের বন্ধুত্ব গুলোকে যাচাই বাছাই করুন। আপনার নতুন জীবনে স্থান পাওয়ার যোগ্য কারা সেটা বুঝে নেয়া জরুরী।

১৪) আপনাকে আনন্দ নেয়, এমন সব জিনিসের মাঝে নিজেকে ঘিরে রাখুন।

১৫) পরিবারের সাথে একটা হলিডে কাটান।

১৬) সোল মেট খোঁজার ফ্যান্টাসি নিয়ে ভাবা একদম বাদ দিন। যাকে পেয়েছেন, তাঁকে নিয়েই ভালো থাকা শিখে নিন।

১৭) শারীরিক ও মানসিক ব্যায়ামের একটা রুটিন তৈরি করে কাজে নেমে পড়ুন। বিয়ের পর মুটিয়ে যাওয়া ঠেকাবে।

১৮) বিয়ের পর হুট করেই জীবনটা প্রচণ্ড ব্যস্ত হয়ে উঠবে। তাই এখনই ভবিষ্যতের প্ল্যান করে ফেলুন।

১৯) নিজের স্বাধীন জীবনের প্রতিটি বিন্দু উপভোগ করুন, অযথা সময় নষ্ট করবেন না।

২০) “ড্রিম ওয়েডিং” নিয়ে অযথা অস্থির না হয়ে জীবন সঙ্গীর সাথে চুটিয়ে প্রেম করে নিন।

২১) জীবনসঙ্গীর জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করুন।

সূত্র: প্রিয় লাইফ

Advertisements

Check Also

যেমন ব্লাউজ চাই এই বৈশাখে!

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই পহেলা বৈশাখ। বছরের এই নতুন দিনে প্রায় সব নারীর পছন্দের …