আবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রুমানা খান। এ নিয়ে তৃতীয় বারের মত বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী।
জানা গেছে, আগামী ৮ আগষ্ট মার্কিন নাগরিক ও ব্যবসায়ী এলিন রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এই তারকা।
রুমানার পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ৬ আগষ্ট গায়ে হলুদ ও পরে নিউইয়র্কের ওয়াল্ড ফেয়ার মেরিনা হলে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হবে। এর মধ্যেই বিয়ের সব প্রস্তুতি শেষ হয়েছে।
Advertisements
রুমানা প্রথমে নির্মাতা আনজাম মাসুদকে বিয়ে করেন। মাসুদের সাথে বেশি দিন টেকেনি রুমনার সংসার। পরবর্তীতে তিনি সাজ্জাদ নামে ঢাকার আরেক ব্যবসায়ীকে বিয়ে করেন। কিন্তু অণ্প দিনের মাথায় সে সংসারও ভেঙ্গে যায়।
বছর খানের আগে রুমানা আমেরিকা চলে যান। সেখানে ব্যবসায়ী এলিন রহমানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে দেশে না ফিরে এলিনকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
সূত্র: পরিবর্তন.কম