অনেকের মাথার চুল কোমর ছাড়িয়ে যায়। ঘন, কালো ও লম্বা চুল দেখে মনে ঈর্ষা আসতেই পারে। আজকাল এরকম এক রাশ চুলের দেখা মেলা দুর্লভ।
এরকম চুল পেতে হলে মেনে চলতে হবে বেশকিছু সহজ নিয়ম। তবেই পাবেন লম্বা চুল।
১. নিয়মিত চুল কাটুন। ৮/১০ সপ্তাহ পর পর চুলের ডগা কেটে ফেলতে হবে।
Advertisements
২. শ্যাম্পু ব্যবহার করার পর অবশ্যই কনডিশনার লাগাতে হবে।
৩. তেল গরম করে মাসাজ করুন। সপ্তাহে একবার অন্তত এই মাসাজ করলে বেশ উপকার পাবেন।
৪. রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে চুল আঁচড়াতে হবে।
৫. গোসলের পরে ভেজা চুল কখনওই তোয়ালে মুড়িয়ে রাখবেন না।
৬. ডিমের সাদা অংশের সঙ্গে এক চামচ তেল মিশিয়ে তা মাথায় মাখুন।
এছাড়া প্রতিদিন অন্তত ৩ থেকে ৫ মিনিট মাথা নিচু করে চুল উলটে রাখুন। সবসময় দুশ্চিন্তা মুক্ত থাকুন।