Advertisements

ছবিতে দেখুন মিরাজ-প্রীতির বিয়ে

দুজনের বাড়ি একই শহর খুলনায়। মিরাজ-প্রীতির প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ ধরে।…….

miraz-prity-140616989 ছবিতে দেখুন মিরাজ-প্রীতির বিয়ে

বিয়ের হিড়িক পড়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে। সাব্বির রহমানের পর বিয়ের পিঁড়িতে বসলেন জাতীয় দলের আরেক সদস্য মেহেদী হাসান মিরাজও।

পাত্রী নাম রাবেয়া আখতার প্রীতি। দুজনের বাড়ি একই শহর খুলনায়। মিরাজ-প্রীতির প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ ধরে।

অনেকদিন ধরেই মিরাজের ভাবনায় বিয়ের চিন্তা ছিল। তবে সময়-সুযোগ মিলছিল না। অবশেষে নিউজিল্যান্ড থেকে ফিরে বিশ্বকাপের আগে পাওয়া বিরতির সময় ও সুযোগটাকে কাজে লাগালেন জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার। ২১ মার্চ, বৃহস্পতিবার সেরে ফেললেন আকদ।

খুলনা শহরের খালিশপুরে কনের বাড়িতে বৃহস্পতিবার দুপুরে শেষ হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা। এক সাক্ষাৎকারে মিরাজ জানিয়েছেন, ‘বিশ্বকাপের পরে বড় করে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এখন শুধু আকদ করা হয়েছে।’ রাতে নিজেদের জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন এই ক্রিকেটার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে মিরাজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আজ আমি জীবনের নতুন যাত্রা শুরু করলাম। নতুন জীবনের শুরুতেই আমার সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করছি। যেন সর্বদা আমাদের ওপর আল্লাহর রহমত বর্ষিত হয়।’

Advertisements

চলুন দেখে নেওয়া যাক, মিরাজ-প্রীতির বিয়ের আরও কিছু ছবি-

miraz-prity-4-1611088747 ছবিতে দেখুন মিরাজ-প্রীতির বিয়ে
বিয়ের সাজে প্রীতি-মিরাজ। ছবি: ফেসবুক
miraz-prity-7-927768611 ছবিতে দেখুন মিরাজ-প্রীতির বিয়ে
রীতিমত ফিতে কেটেই কনের বাড়িতে ঢুকতে হয়েছে মিরাজকে। ছবি: ফেসবুক
miraz-prity-11-1206290255 ছবিতে দেখুন মিরাজ-প্রীতির বিয়ে
শ্বশুর বাড়িতে অভ্যর্থনা জানানোর সময় মিরাজ। ছবি: ফেসবুক
miraz-prity-12-641718304 ছবিতে দেখুন মিরাজ-প্রীতির বিয়ে
মোনাজাতরত অবস্থায় ক্যামেরাবন্দী মিরাজ। ছবি: ফেসবুক
miraz-prity-9-1852773242 ছবিতে দেখুন মিরাজ-প্রীতির বিয়ে
মোনাজাত ধরেছেন কাজী। ছবি: ফেসবুক
miraz-prity-6-317537596 ছবিতে দেখুন মিরাজ-প্রীতির বিয়ে
মোনাজাতরত অবস্থায় মিরাজের আরেকটি ছবি। ছবি: ফেসবুক
miraz-prity-8-1288796769 ছবিতে দেখুন মিরাজ-প্রীতির বিয়ে
বিয়ে বাড়িতে বরের জন্য বড় ডিশ। যেখানে বরের বন্ধুরাসহ কয়েকজন মিলে খেতে থাকেন। ছবি: ফেসবুক
miraz-prity-5-1985912824 ছবিতে দেখুন মিরাজ-প্রীতির বিয়ে
এই অনুষ্ঠানে উপস্থিত ছিল কেবল দুই পরিবারের ঘনিষ্ঠজনেরাই। ছবি: ফেসবুক
miraz-prity-3-155677168 ছবিতে দেখুন মিরাজ-প্রীতির বিয়ে
ঘনিষ্ঠজনদের সঙ্গে মিরাজ-প্রীতি। ছবি: ফেসবুক
miraz-prity-2-1970582614 ছবিতে দেখুন মিরাজ-প্রীতির বিয়ে
বিয়ের আনুষ্ঠানিকতা সারার পর নববধূ প্রীতির সঙ্গে মিরাজ। ছবি: ফেসবুক
miraz-prity-10-1979250913 ছবিতে দেখুন মিরাজ-প্রীতির বিয়ে
বিয়ের পর মিরাজ-প্রীতির সেলফি। ছবি: ফেসবুক
Advertisements

Check Also

৩ বছর বয়সেই যৌন লালসার শিকার হয়েছি, তারপর থেকেই লড়াই করছি : ফতিমা সানা শেখ

”মাত্র ৩ বছর বয়সে যৌন হেনস্থা শিকার হতে হয়েছে।” সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের ভয়াবহ অভিজ্ঞতা …