দুজনের বাড়ি একই শহর খুলনায়। মিরাজ-প্রীতির প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ ধরে।…….
বিয়ের হিড়িক পড়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে। সাব্বির রহমানের পর বিয়ের পিঁড়িতে বসলেন জাতীয় দলের আরেক সদস্য মেহেদী হাসান মিরাজও।
পাত্রী নাম রাবেয়া আখতার প্রীতি। দুজনের বাড়ি একই শহর খুলনায়। মিরাজ-প্রীতির প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ ধরে।
অনেকদিন ধরেই মিরাজের ভাবনায় বিয়ের চিন্তা ছিল। তবে সময়-সুযোগ মিলছিল না। অবশেষে নিউজিল্যান্ড থেকে ফিরে বিশ্বকাপের আগে পাওয়া বিরতির সময় ও সুযোগটাকে কাজে লাগালেন জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার। ২১ মার্চ, বৃহস্পতিবার সেরে ফেললেন আকদ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে মিরাজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আজ আমি জীবনের নতুন যাত্রা শুরু করলাম। নতুন জীবনের শুরুতেই আমার সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করছি। যেন সর্বদা আমাদের ওপর আল্লাহর রহমত বর্ষিত হয়।’
Advertisements
চলুন দেখে নেওয়া যাক, মিরাজ-প্রীতির বিয়ের আরও কিছু ছবি-










