Advertisements

বিশ্বসুন্দরী হওয়ার আগে কেমন ছিলেন ঐশ্বরিয়া?

ash-20190319162305 বিশ্বসুন্দরী হওয়ার আগে কেমন ছিলেন ঐশ্বরিয়া?

বলিউডের লাস্যময়ী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয় করে শুরু হয় তার বলিউড যাত্রা। সেই যাত্রা সফল ও ক্যারিশমাটিক। অ্যাশের মুকুটে যোগ হয়েছে বহু ব্যবসা সফল সিনেমা ও নন্দিত চরিত্র।

তবে অনেকেরই হয়তো অজানা যে, বিশ্বসুন্দরী হওয়ার আগেই সিনেমায় অভিনয় করেছেন তিনি। যুক্ত ছিলেন শোবিজে। কেমন ছিলেন সেই ঐশ্বরিয়া? সেটাই দেখা গেল সম্প্রতি ভাইরাল হওয়া এক ছবিতে।

Advertisements

প্রায়ই এই সুন্দরীর বহু অদেখা ছবি সোশ্য়াল মিডিয়ার মাধ্য়মে ভাইরাল হয়। সম্প্রতি মিস ওয়ার্ল্ড হওয়ার আগে তার একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই আরও একবার দেখা গেল বিশ্বসুন্দরী হওয়ার আগের ঐশ্বরিয়াকে।

ash2-20190319162248 বিশ্বসুন্দরী হওয়ার আগে কেমন ছিলেন ঐশ্বরিয়া?

বলিউডের আসার আগে দক্ষিণী ছবি ‘ইরুভার’ এর মাধ্যমে প্রথম অভিনয় জগতে আসেন
ঐশ্বরিয়া। তবে আবারও শোনা যাচ্ছে তিনি দক্ষিণের নায়কদের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন।

সুরিন্দর রেড্ডির ছবিতে চিরঞ্জিবীর বিপরীতে কাজ করবেন তিনি। পাশাপাশি মণিরত্নমের ছবিতে রাম চরণের সঙ্গেও বচ্চন পরিবারের বধূর কাজ করার কথা শোনা যাচ্ছে।

Advertisements

Check Also

বিয়ে আল্লাহর দেওয়া নেয়ামত: শবনম ফারিয়া

গত ১৪ ফেব্রুয়ারি তামিমা তাম্মি নামে এক নারীকে বিয়ে করেন ‘ব্যাডবয়’ খ্যাত ক্রিকেটার নাসির হোসেন। …