আজও বিনোদুনিয়ায় বেশ ভালো মতোই হইচই ফেলে দেয় ঐশ্বর্য রাই বচ্চন আর সলমন খানের শেষ হয়ে যাওয়া সম্পর্ক। ঠিক যেমনটা হচ্ছে সম্প্রতি, জুটির একটা পুরনো ছবি আচমকাই ভাইরাল হয়ে যাওয়ায়।
১৯৯৯ থেকে ২০০২- এই বছর কয়েকের ব্যবধানে বিলক্ষণ চুকেবুকে গিয়েছে সম্পর্ক। কিন্তু আজও বিনোদুনিয়ায় বেশ ভালো মতোই হইচই ফেলে দেয় ঐশ্বর্য রাই বচ্চন আর সলমন খানের শেষ হয়ে যাওয়া সম্পর্ক। ঠিক যেমনটা হচ্ছে সম্প্রতি, জুটির একটা পুরনো ছবি আচমকাই ভাইরাল হয়ে যাওয়ায়।
Advertisements
তবে সোশ্যাল মিডিয়ায় এই ছবি কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জাগিয়েছে, তার পুরোটাই সদর্থক নয়। অনেকে যেমন ছবির নীচে মন্তব্য করেছেন- এদের সন্তান হলে কী ভালেোই না হতো! কেউ বা আবার মন্তব্য করেছেন- পুরনো স্মৃতি ফিরে এল! তাকে বিদ্রুপ করে এসেছে পাল্টা মন্তব্য- কোন স্মৃতি? পারিবারিক হিংসার? কেন না অভিযোগ করেছিলেন ঐশ্বর্য- সলমন তাঁকে মারধর করতেন!