ছোট পর্দার অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন নাহরিন ওমরাহ করতে সৌদি আরব যাচ্ছেন। আজ শনিবার তিনি বিশ্বের পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিষয়টি নিউজজি’র কাছে জানিয়েছেন নওশীন নিজেই।
নওশীন বলেন, অনেক দিন ধরেই ইচ্ছা ছিল ওমরাহ পালন করব। কিন্তু সময়-সুযোগ মিলিয়ে হচ্ছিল না। এদিকে সামনে রমজান মাস। তাই এই সময়টা উপযুক্ত মনে হলো। সবার কাছে দোয়া চাই।
Advertisements
মক্কা যাত্রায় নওশীনের সঙ্গে তার বাবা-মা রয়েছেন বলেও জানান তিনি। ওমরাহ শেষে আগামী ১০ মে তিনি বাংলাদেশে ফিরে আসবেন।
এদিকে সম্প্রতি নওশীন একটি ইস্যুতে খবরের শিরোনাম হয়েছেন। রকস্টার মিলার প্রাক্তন স্বামী পারভেজ সানজারির সঙ্গে নওশীনের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন মিলা। তবে নওশীন পুরো ব্যাপারটিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। সানজারির সঙ্গে তার কেবল পরিচয় রয়েছে, কোনো সম্পর্ক নয়।