Advertisements

ফের প্রভার ভিডিও ভাইরাল!

prova20190403091630 ফের প্রভার ভিডিও ভাইরাল!

বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম, মেগা সিরিয়ালসহ প্রতিটি ক্ষেত্রেই খুব অল্পদিনেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় বেড়াতে যাওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন। আর সেটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় তা ভাইরাল হয়ে যায়।

এছাড়া, গত শনিবার ছিল জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনের রাত থেকেই প্রভার সহকর্মী ও ভক্তরা তার সঙ্গে তোলা সেলফি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।

Advertisements

জন্মদিন নিয়ে প্রভা বলেন, সাধারণত জন্মদিনে শুটিং না করার চেষ্টা করি। সারা বছরই তো শুটিং করি এই একটা দিন আমি পরিবারের সঙ্গেই কাটাতে চাই। রাত থেকেই শুভেচ্ছা ও ভালোবাসা পেয়েছি। আমি আমার ভক্তসহ সবার প্রতি কৃতজ্ঞ আমাকে এতটা ভালোবাসার জন্য।

তিনি আরো বলেন, গুলশানের ডিসিসি মার্কেটে আগুন লাগার ঘটনা দেখে মনটা খারাপ হয়ে গেলো। এর আগে বনানীতেও একই ঘটনা ঘটলো। একের পর এক এসব ঘটনা মেনে নেয়া সত্যিই খুব কষ্টের। বর্তমানে প্রভা ঈদের খণ্ড নাটক, ধারবাহিক নাটকের শুটিং নিয়েই ব্যস্ত রয়েছেন।

Advertisements

Check Also

অভিনেতা দাদাকে স্মরণ করে কাঁদলেন নাতনি! (ভিডিও)

জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের ক্যানসারে কাছে হার মেনে গত ২৬ ডিসেম্বর না ফেরার দেশে চলে …