Advertisements

বেসামাল প্রিয়াঙ্কাকে ‘শক্ত হাতে’ সামলে নিলেন নিক (ভিডিও)

Priyanka_Nick বেসামাল প্রিয়াঙ্কাকে ‘শক্ত হাতে’ সামলে নিলেন নিক (ভিডিও)

তারা একসঙ্গে থাকা মানেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলা। প্রেমের জোয়ারে কিভাবে ভাসতে হয়, তা ঠিকই জানেন প্রিনিক দম্পতি।

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের একটি ভিডিও ইন্সস্টাগ্রামে ভাইরাল হয়েছে।

Advertisements

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু তাকে পড়ে যেতে দিলেন না নিক। শক্ত করে ধরে রাখলেন হাত। প্রিয়াঙ্কাও নিকের কাঁধে ভর দিয়ে কোনা রকমে নিজেকে সামলে নিলেন।

গত বছরের ডিসেম্বরে ভালোবেসে ঘর বাধের বলিউড সেনসেশন প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। আর বিয়ের পর থেকেই নানা খবরে গণমাধ্যম মাতিয়ে রখেছেন এ দম্পতি। সবশেষ তাদের বিচ্ছেদ ঘটতে যাচ্ছে, এমন গুঞ্জন ও বাদ যায়নি।

Advertisements

Check Also

বিয়ে আল্লাহর দেওয়া নেয়ামত: শবনম ফারিয়া

গত ১৪ ফেব্রুয়ারি তামিমা তাম্মি নামে এক নারীকে বিয়ে করেন ‘ব্যাডবয়’ খ্যাত ক্রিকেটার নাসির হোসেন। …