Advertisements

নতুন ছবি পোস্ট করতেই ভাইরাল শাহরুখ কন্যা!

174235_bangladesh_pratidin_suhana নতুন ছবি পোস্ট করতেই ভাইরাল শাহরুখ কন্যা!

ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার। যখনই তিনি কোনো ছবি পোস্ট করেন, মুহূর্তে কমেন্ট পেজ ভরে যায় প্রশংসার বন্যাতে। আসতে থাকে একের পর এক লাইক।

শনিবারও তেমনই একটি গ্ল্যামারাস ছবি পোস্ট করলেন সুহানা।

Advertisements

এবং পোস্ট করার তিন ঘন্টার মধ্যে ছবিতে লাইকের সংখ্যা পড়তে লাগলো ঝড়ের গতিতে। ছবিতে ট্র্যাডিশনাল লেহেঙ্গা চোলিতে দেখা যাচ্ছে সুহানাকে। তবে ঠিক কী উপলক্ষে এত সাজগোজ তা বলেননি তিনি।

বৃহস্পতিবার এবং শুক্রবারও বন্ধুদের সঙ্গে ক্যাশুয়াল ডেনিম ওয়্য়ারে ছবি পোস্ট করেছেন সুহানা। তার বিভিন্ন পোস্ট থেকেই স্পষ্ট ফ্যাশন সেন্স ভালোই পেয়েছেন মা গৌরি খানের কাছ থেকে।

Advertisements

Check Also

বিয়ে আল্লাহর দেওয়া নেয়ামত: শবনম ফারিয়া

গত ১৪ ফেব্রুয়ারি তামিমা তাম্মি নামে এক নারীকে বিয়ে করেন ‘ব্যাডবয়’ খ্যাত ক্রিকেটার নাসির হোসেন। …