Advertisements

‘নাস্তিক বলুক আর যাই বলুক, আমার ইমান আছে’

104565_Safa ‘নাস্তিক বলুক আর যাই বলুক, আমার ইমান আছে’

হালের আলোচিত তারকার নাম সাফা কবির। গত এপ্রিলের মাঝামাঝি একটি বেসরকারি রেডিও স্টেশনে সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাব দিয়ে বিতর্কের মুখে পড়েন তিনি। সাফা বলেছিলেন,‘পরকালে আমি একদম বিশ্বাস করি না। আমি আসলে যেটা দেখি না, ওটা আসলে কখনো বিশ্বাস করি না’

সাফার এ ধরনের উত্তরে তার অনেক ভক্ত ও অনুসারী মর্মাহত হন। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শুরু হয় আলোচনার ঝড়।

পরে, বিষয়টি নিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাফা কবির লিখেছিলেন, ‘আমি যদি কোনো ভুল করে থাকি, সেই ভুলের জন্য আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন।’

Advertisements

এর পরে প্রায় এক মাস চলে গেলেও সাফা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে এ বিষয়ে মুখ খোলেননি।

এবার এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন সাফা। আরেক জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শীয়ার ইউটিউবভিত্তিক অনুষ্ঠান ‘উইথ স্পর্শীয়া’-তে অতিথি হয়ে ‘পরকাল’ প্রসঙ্গে কথা বলেন তিনি।

সাফা বলেন, ‘ফেসবুক এমন একটা জায়গা, মানুষ সেখানে যা দেখে তাই বিশ্বাস করে। কোনো কিছু যাচাই করতে চায় না। মানুষ আমাকে নাস্তিক বলুক আর যাই বলুক, আমার ইমান আছে। আমার বাবা-মা মুসলিম। আমি মুসলিম।’

সাফার কথা বলার সময় উপস্থাপক স্পর্শীয়া জানান, রাতে ঘুমানোর আগে সাফা সুরা পরে ঘুমান।

Advertisements

Check Also

বিয়ে আল্লাহর দেওয়া নেয়ামত: শবনম ফারিয়া

গত ১৪ ফেব্রুয়ারি তামিমা তাম্মি নামে এক নারীকে বিয়ে করেন ‘ব্যাডবয়’ খ্যাত ক্রিকেটার নাসির হোসেন। …