Advertisements

ফের ইন্টারনেটে ছড়িয়ে পড়ল শাহরুখের মেয়ের ছবি

14-26-600x337 ফের ইন্টারনেটে ছড়িয়ে পড়ল শাহরুখের মেয়ের ছবি

তারকা সন্তান। শাহরুখ খানের মেয়ে সুহানা বলিউডের প্রথম সারির ফ্যাশন সচেতন। এ ব্যাপারে ইন্ডাস্ট্রির অধিকাংশেরই কোনও সন্দেহ নেই। ভোগ ম্যাগাজিনের কভার গার্ল হওয়ার পর নাকি আরও ফ্যাশন সচেতন হয়েছেন সুহানা।

গত ২২মে ১৯ বছরে পা দিলেন সুহানা। জন্মদিনের পরেই তার নতুন একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অফ শোল্ডার পোশাকে দেখা যাচ্ছে সুহানাকে। কানে বড় রিং, হাতে ঘড়ি—সব মিলিয়ে ধীরে ধীরে ফ্যাশনের নতুন এক সংজ্ঞা তিনি তৈরি করছেন বলে মনে করেন সিনে মহলের বহু সদস্য।

Advertisements

সুহানার বলিউড অভিষেক নিয়েও কৌতূহল রয়েছে অনুরাগীদের। শাহরুখের বড় ছেলে আরিয়ান সম্ভবত কর্ণ জোহরের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করবেন। তবে সুহানা ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কেরিয়ার তৈরি করবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। সূত্র:কালের কণ্ঠ।

যদিও ইতোমধ্যেই শাহরুখের শেষ ছবি ‘জিরো’তে ক্যামেরার পিছনে কাজ করেছেন। নিয়মিত মঞ্চে অভিনয়ও করেন। তবে পড়াশোনা শেষ না করা পর্যন্ত সম্ভবত পেশাদার হিসেবে কাজ করবেন না তিনি।

Advertisements

Check Also

শীতকালে চুলের যত্ন

নারীর রূপ দেখার আগেই পিঠ ছড়ানো চুলের রূপে মুগ্ধ ভালবাসায় পড়ে যান অনেকে। তাই চুলের …