Advertisements

রান্নাঘরে গোসল করে চাকরি হারালেন তিনি!

windey রান্নাঘরে গোসল করে চাকরি হারালেন তিনি!

যুক্তরাষ্ট্রে একটি ফাস্ট ফুডের দোকানের রান্নাঘরে গোসল করে চাকরি হারিয়েছেন এ ব্যক্তি। ওই দোকানে কাজ করতেন তিনি। এ ঘটনার একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বিরাট এক কিচেনের এক পাশে একটি সিঙ্ককে বাথটাবের মতো ব্যবহার করছেন। পানি ও সাবান ঢেলে সেখানে নেমে পড়েন তিনি। যু্ক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ঘটনা এটি।

Advertisements

ভিডিও ফেসবুকে প্রকাশের পর তা ভাইরাল হয়ে যায়। ব্যাপক সমালোচনা শুরু হয়। স্থানীয় দৈনিক নর্থওয়েস্ট ফ্লোরিডা ডেইলি নিউজ বলছে, ঘটনাটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত চেইন ফাস্টফুড ওয়েন্ডি এর একটি কিচেনের। কিচেনটি রাজ্যের মিল্টন এলাকায় অবস্থিত।

এমন কাণ্ড করায় ওই ব্যক্তির চাকরি চলে গেছে। কিন্তু ভিডিওতে শুধু তাকে দেখা গেলেও তার কিচেনের সহকর্মীরা ভিডিও করেন এবং হাসি তামাশা করছিলেন।

Advertisements

Check Also

৬৪ বছর বয়সী বৃদ্ধের ২৭ স্ত্রী, ১৫০ ছেলে-মেয়ে

কানাডার অন্যতম পরিচিত ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির স্ত্রীর সংখ্যা ২৭। তার ছেলে-মেয়ে …