Advertisements

ইন্দোনেশিয়ায় রক্ত কুয়াশা!

indoneshia ইন্দোনেশিয়ায় রক্ত কুয়াশা!
রক্তের মতো লাল হয়ে গেছে ইন্দোনেশিয়ার আকাশ ও বাতাস

ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের আকাশ ঢেকে গেছে রক্তের মতো টকটকে লাল কুয়াশায়। এই কুয়াশা তৈরী হবার পেছনে আছে কণার বৈদ্যুতিক মেরুকরণের ফলে সৃষ্ট বিচ্ছুরণ ও দাবানলের ধোঁয়া।

Advertisements

জানা যায়, প্রতি বছরই সম্পূর্ণ সাউথ ইস্ট এশিয়ান অঞ্চল এই ইন্দোনেশিয়ান দাবানলের কুয়াশায় ছেয়ে যায়।

জুনি শোফি ইয়াতুন নামের এক টুইটার ব্যবহারকারী রোববার (২২ সেপ্টেম্বর) লাল রঙের আকাশের একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি লিখেছেন, এটি মঙ্গলগ্রহ নয়। এটি জাম্বি। মানুষ হিসেবে আমাদের বিশুদ্ধ বাতাস প্রয়োজন, ধোঁয়া নয়।

Advertisements

Check Also

ভ্যাকসিন নেওয়ার অভিনয়, ভিডিও ভাইরাল

সময়ের আলোচিত ইস্যু করোনা ভ্যাকসিন। ইতোমধ্যে বাংলাদেশেও চলে এসেছে এই ভ্যাকসিন। তবে এই ঘটনাপ্রবাহের মধ্যেই …