শুক্রবার ছিল রণবীর কাপূরের জন্মদিন। তাই কাপূর পরিবারে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন শাহরুখ খান, করণ জোহর, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, ইমতিয়াজ আলী, অনুরাগ বসুসহ প্রায় পুরো বলিউড।
সদ্য ক্যানসারকে জয় করা ঋষি কপূর উক্ত পার্টিতে যোগ দিয়ে সেই খুশির আমেজ বাড়িয়ে দিয়েছিল দ্বিগুণ। ইনস্টাগ্রামে ছেলের উদ্দেশ্যে দিয়েছেন আবেগঘন এক পোস্ট।
Advertisements
তবে গার্লফ্রেন্ড আলিয়াও কিন্তু কোনও অংশে কম যাননি। হাজার হোক ভালবাসার মানুষের জন্মদিন বলে কথা। বিশেষ কিছু করা তো চাই-ই চাই।
কথামতোই আলিয়া হয়ে গেলেন একদিনের জন্য রাঁধুনি। রণবীরের জন্য বানালেন স্পেশাল ‘পাইনাপেল কেক’। যা রণবীরের প্রিয় খাদ্যতালিকার প্রথম দিকে থাকে। কালো চেক এপ্রোন পরে আলিয়া যেন পাক্কা রাঁধুনি।
বিখ্যাত সাংবাদিক ‘ভিরাল ভায়ানি’ ইনস্টাগ্রাম থেকে আলিয়ার এই কেক বানানোর ভিডিও শেয়ার করেছেন গতকাল। ক্যাপশনে লিখেছেন, ‘আলিয়া ভাট রণবীরের পছন্দের কেক বানাচ্ছে।’