২০০০ সালে বিশ্বের তিন সুন্দরী প্রতিযোগিতার মুকুট মাথায় তুলেছিলেন তিন ভারতীয় নারী। মিস ইউনিভার্স হয়েছিলেন লারা দত্ত। প্রিয়াঙ্কা চোপড়া হয়েছিলেন মিস ওয়ার্ল্ড। আর দিয়া মির্জা মিস এশিয়া প্যাসিফিক। সে সময় সুন্দরীর মুকুট মাথায় তিনজনে একই ফ্রেমে বন্দি হয়েছিলেন।
Advertisements
এরপর পেরিয়ে গেছে দুই দশক। এখনো সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তাঁরা। পুরনো সেই ছবির সঙ্গে তিনজনের এখনকার ছবির একটি কোলাজ সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন লারা দত্ত। লিখেছেন, ‘ওপরের [সুন্দরীর মুকুট মাথায় তিনজনের] ছবিটা আমার ভীষণ পছন্দের। তখনো ছিল, এখনো আছে।’ তারপর দিয়া মির্জা ও প্রিয়াঙ্কা চোপড়াকে ট্যাগ করে লিখেছেন, ‘কিভাবে ২০টা বছর পেরিয়ে গেল! তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি। আমাদের বন্ধন চিরদিন অটুট থাকবে।’