সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুকে দেয়া একটি পোস্টের জেরে খুন হওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের আইডি ‘রিমেম্বারিং’ করা হয়েছে। সাধারণত কেউ মারা গেলে মৃত ব্যক্তির আইডি মুছে না দিয়ে স্মৃতি সংরক্ষণের জন্য আইডিটি রিমেম্বারিং করে রাখে ফেসবুক কর্তৃপক্ষ।
Advertisements
অন্যদের মতো আবরারের ফেসবুক আইডিকেও তাই করা হলো। তার শুভানুধ্যায়ীদের প্রতি ফেসবুকের বার্তা– আমরা আশা করি, যারা অবরারকে ভালোবাসেন তারা আবরারের স্মৃতি ও জীবন স্মরণে এ আইডি পরিদর্শনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।