Advertisements

‘আমি ঈশ্বরের বিশেষ সন্তান, আমার একটাই ধর্ম’

nusrat-2 ‘আমি ঈশ্বরের বিশেষ সন্তান, আমার একটাই ধর্ম’

বিয়ের পর প্রথম পূজা। আর তাই জমিয়ে আনন্দ করেছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। ষষ্ঠী থেকেই মেতেছিলেন পূজার আনন্দে। অষ্টমীর সকালে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে কোমরে শাড়ি গুঁজে ঢাক বাজানো কিছুই বাদ দেননি তিনি। ত্রয়োদশীর দুপুরে স্বামী নিখিলের সঙ্গে সিঁদুর খেলায়ও মাততে দেখা গেছে।

Advertisements

এছাড়া দুর্গার সামনে নিখিল রাঙিয়ে দিয়েছেন নুসরাতের সিঁথি। হিন্দু রীতি-নীতি পালনের জন্য সমালোচকদের নজরে অভিনেত্রী। তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন ভারতের আলেম সমাজ। ধর্ম নিয়ে বিতর্ক না ছড়িয়ে যেকোনও একটি ধর্ম মানার পরামর্শ দিচ্ছেন তারা।

তবে নুসরাত ধির মস্তিষ্কে সব বিতর্কের জবাব দিচ্ছেন। তিনি সব ধর্মকে সম্মান করেন ও পশ্চিমবঙ্গে বড় হয়ে ওঠার জন্য ঈদ ও দু‌র্গাপুজা সমানভাবেই পালন করেন বলে জানান।

সম্প্রতি পূজা মণ্ডপে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিতর্কে পাত্তা দেই না। আমি ঈশ্বরের বিশেষ সন্তান। আমার একটাই ধর্ম। তা হলো মানবতা।

Advertisements

Check Also

আপ্লুত সুনেরা, জানালেন নিজের স্বর্গের ঠিকানা

সুনেরাহ বিনতে কামাল একদম নিজের জগতে যেখানে মন খুলে প্রাণ যা ইচ্ছে বলা যায়, করা …