Advertisements

ঘরে বসে গাইলেন নেহা, ঝড় তুলল নেট দুনিয়ায়

photo-1571128159 ঘরে বসে গাইলেন নেহা, ঝড় তুলল নেট দুনিয়ায়

বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তাঁর গান মানেই সুপারহিট। একের পর এক হিট গান দিয়ে আলোচনার কেন্দ্রে এ শিল্পী। তাঁর গায়কি, নাচ, সদা হাস্যোজ্জ্বল মুখ ভক্তমনে কাঁপন ধরায়। আর স্টাইল সেন্সের জন্যও বিখ্যাত নেহা।

নেহা কক্করের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা আট মিলিয়নের বেশি। প্রায়ই তাঁকে বিভিন্ন গানের ভিডিও শেয়ার করতে দেখা যায়। এবার ঘরে বসে গাইলেন ‘তুম হি আনা’ গানটি। আর হু হু করে বেড়ে চলল দর্শক-শ্রোতা।

Advertisements

‘তুম হি আনা’ গানটির আসল গায়ক জুবিন নটিয়াল, কভার করেছেন নেহা কক্কর। গানটির সুরকার পায়েল দেব। তাঁদের প্রশংসা করতেও ভোলেননি নেহা।

শুনুন গানটি :

ইউটিউবে নেহার গানটি মাত্র দুই দিনে ভিউ পেয়েছে ১২ লাখের বেশি। আর মন্তব্য-ঘর ভেসে যাচ্ছে প্রশংসায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় বলিউড সংগীতশিল্পী নেহা কক্কর। ছবি ও ভিডিও শেয়ারের মাধ্যম ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার বা অনুসরণকারীর সংখ্যা ২৮ মিলিয়ন ছাড়িয়েছে।

বলিউড সংগীতশিল্পীদের মধ্য অন্যতম জনপ্রিয় নেহা কক্কর। ‘মানালি ট্র্যান্স’, ‘কালা চশমা’, ‘কর গ্যায়ি চুল’, ‘লন্ডন ঠমকড়া’, ‘ধাতিং নাচ’, ‘দিলবার’, ‘আঁখ মারে’, ‘কোকা-কোলা’, ‘ও সাকি সাকি’সহ অসংখ্য চার্টবাস্টার রয়েছে এ শিল্পীর।

Advertisements

Check Also

আপ্লুত সুনেরা, জানালেন নিজের স্বর্গের ঠিকানা

সুনেরাহ বিনতে কামাল একদম নিজের জগতে যেখানে মন খুলে প্রাণ যা ইচ্ছে বলা যায়, করা …