Advertisements

দুই বোনের বিশেষ শরীরচর্চার ভিডিও ভাইরাল

photo-1570894657 দুই বোনের বিশেষ শরীরচর্চার ভিডিও ভাইরাল

শরীরচর্চা নিয়ে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির আবেগ ও পরিশ্রম যে কী, তা জানেন বি-টাউনের অনুরাগীদের সবাই। এবার বড় বোনের সঙ্গে পাল্লা দিয়ে শরীরচর্চায় মন দিয়েছেন শমিতা শেঠি।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দিদির সঙ্গে পাল্লা দিয়ে শরীরচর্চার একটি বিশেষ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন শমিতা শেঠি। ভিডিওটি যথারীতি ভাইরাল হয়েছে।

Advertisements

ভিডিওতে দেখা যাচ্ছে, শিল্পা ও শমিতা হাত ধরে একের পর এক স্কোয়াট করে চলেছেন। আর তাঁদের নির্দেশিকা দিয়ে চলেছেন জিম ইন্সট্রাক্টর।

দেখুন ভিডিওতে :

শমিতার ফেসবুকে ভিডিওটি এ পর্যন্ত ৩৯ লাখের বেশিবার দেখা হয়েছে। মন্তব্য জমা পড়েছে আটশর বেশি। একই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছেন শমিতা। সেখানেও লাখোবার দেখা হয়েছে।

শিল্পা শেঠির নিজের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে নিয়মিত শরীরচর্চা শেখানো থেকে শুরু করে ফিট থাকার নানান টিপসও দেন তিনি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও যোগ ও কার্ডিও এক্সারসাইজের পাঠ শেখান শিল্পা।

Advertisements

Check Also

আপ্লুত সুনেরা, জানালেন নিজের স্বর্গের ঠিকানা

সুনেরাহ বিনতে কামাল একদম নিজের জগতে যেখানে মন খুলে প্রাণ যা ইচ্ছে বলা যায়, করা …