এইতো সেদিন তিন কোটি রুপি দিয়ে লাল রঙের একটি ল্যাম্বারগিনি কিনেছেন অভিনেতা রণবীর সিং এবং অভিনেতা রাজকুমার রাও ১৪ লাখ রুপি দিয়ে কিনেছেন হারলে-ডেভিডসন ফ্যাট বব ব্র্যান্ডের একটি মোটরসাইকেল। এবার নিজেকে একটি গাড়ি উপহার দিয়েছেন অভিনেত্রী জানভি কাপুর।
Advertisements
কালো রঙের মার্সিডিজ-মেবিচ কিনেছেন বলিউডের এই অভিনেত্রী। চমকপ্রদ তথ্য হলো- মা শ্রীদেবীর গাড়ির নম্বরের সঙ্গে মিলেয়ে নিজের গাড়ির নম্বর দিয়েছেন ‘এমএইচ ০২ এফজি ৭৬৬৬’।
করণ জোহর প্রযোজিত ‘ধাড়াক’ ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন জানভি কাপুর। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘দ্য কার্গিল গার্ল’ নিয়ে। এছাড়াও তার হাতে রয়েছে ‘রুহি আফজা’র কাজ।