Advertisements

যেভাবে দেখা করা যাবে সানি লিওনের সাথে

sunny-leone যেভাবে দেখা করা যাবে সানি লিওনের সাথে
নিজের সাথে ভক্তদের দেখা করার সুযোগ করে দিলেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন। কিভাবে তার সাথে দেখা করা যাবে তা নিয়ে নিজের ইনসটাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন।

Advertisements

তিনি লিখেন, “আমার সব ভক্তের জন্য দারুণ সুযোগ। সবাই ‘রামি উইথ সানি’ খেলুন এবং আমার স্বাক্ষর করা পুরস্কার জিতুন। এছাড়া আমার সঙ্গে দেখা করারও সুযোগ পাবেন কয়েকজন সৌভাগ্যবান।”

অনেকেই জানেন, ‘রামি উইথ সানি’ একটি অনলাইন গেম। গত বছর এটির সঙ্গে যুক্ত হন জনপ্রিয় এই তারকা।

বর্তমানে অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সানি লিওন। শোনা যাচ্ছে, কামসূত্র নিয়ে তৈরি একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। এটি তৈরি করছেন একতা কাপুর। এর আগে রাগিনি এমএমএস টু (২০১৪) সিনেমায় একতা কাপুরের সঙ্গে কাজ করেছেন সানি।

Advertisements

Check Also

আপ্লুত সুনেরা, জানালেন নিজের স্বর্গের ঠিকানা

সুনেরাহ বিনতে কামাল একদম নিজের জগতে যেখানে মন খুলে প্রাণ যা ইচ্ছে বলা যায়, করা …