Advertisements

হৃতিক-টাইগারের ‘ওয়ার’ সিনেমার ৭ রেকর্ড

image-104493 হৃতিক-টাইগারের ‘ওয়ার’ সিনেমার ৭ রেকর্ড
২ অক্টোবর মুক্তি পেয়েছে বলিউডের ‘ওয়ার’ সিনেমাটি। এতে প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন হৃতিক রোশান ও টাইগার শ্রফ। ইতিমধ্যে সিনেমাটি প্রায় তিনশ কোটি রুপি আয় করেছে। পাশাপাশি গড়েছে বেশ কয়েকটি রেকর্ড। চলুন এখন পর্যন্ত ওয়ার সিনেমার গড়া রেকর্ড সম্পর্কে জেনে নিই।

১. প্রথম দিন আয়ের বিবেচনায় রেকর্ড গড়েছে ওয়ার। ৫৩.৩৫ কোটি রুপি আয় দিয়ে অ্যাভেঞ্জার্স: এন্ড গেম (৫৩.১০) ও থাগস অব হিন্দুস্তান (৫২.৫০ কোটি রুপি) সিনেমার রেকর্ড ভেঙেছে।

২. টাইগার শ্রফ অভিনীত সিনেমাগুলোর মধ্যে প্রথম দিন হিসাবে সবচেয়ে বেশি আয়। এর আগে বাঘি-টু (২৫.১০ কোটি রুপি) সিনেমার দখলে ছিল এই রেকর্ড।

Advertisements

৩.ব্যাং ব্যাং (২৭.৫৪ কোটি রুপি) সিনেমার রেকর্ড ভেঙে এখন প্রথম দিনে হৃতিকের সবচেয়ে বেশি আয়ের সিনেমা ওয়ার।

৪. চলতি বছর প্রথম দিনে সবচেয়ে বেশি আয়। অ্যাভেঞ্জার্স: এন্ড গেম ও ভারত (৪২.৩০ কোটি রুপি) সিনেমার আয় পেছনে ফেলেছে এটি।

৫. চলতি বছর সবচেয়ে দ্রুত একশ কোটি রুপি আয়। মাত্র তিন দিনে এই মাইলফলক স্পর্শ করেছে।

৬. হৃতিক অভিনীত তৃতীয় সর্বোচ্চ আয়ের সিনেমা। এর আগে আছে কৃষ-থ্রি ও ব্যাং ব্যাং।

৭. প্রথম উইকেন্ডের আয় বিবেচনায় চলতি বছর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে এগিয়ে এটি (১৬৬ কোটি রুপি)।অ্যাভেঞ্জার্স: এন্ড গেম (১৫৭.২০ কোটি রুপি) ও ভারত (১৫০.২০ কোটি রুপি) সিনেমার আয় পেছনে ফেলেছে।

Advertisements

Check Also

আপ্লুত সুনেরা, জানালেন নিজের স্বর্গের ঠিকানা

সুনেরাহ বিনতে কামাল একদম নিজের জগতে যেখানে মন খুলে প্রাণ যা ইচ্ছে বলা যায়, করা …