সম্প্রতি সংবাদমাধ্যমে একটি গুঞ্জন দেশ ভাইরাল হয়েছিল, পরের বছর জানুয়ারিতে বিয়ে করতে চলেছেন রণবীর এবং আলিয়া। আর সেই আগুনে এবার ঘি ঢাললেন বলিউডের জনপ্রিয় দিলেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি টেলিভিশন চ্যানেলের একটি টক শোয়ে উপস্থিত ছিলেন দক্ষিণী অভিনেতা বিজয় দেভেরা কোন্ডা, দীপিকা, রণবীর এবং আলিয়া। সেখানেই অভিনেতা বিজয়কে তার ক্রাশ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, দীপিকা এবং আলিয়ার উপর আমার অনেকদিন ধরেই ক্রাশ রয়েছে। কিন্তু, দুঃখের বিষয় দীপিকা বিবাহিত।
Advertisements
এরপরেই দীপিকা হঠাৎ বলে বসেন, আলিয়াও তো বিয়ে করছে। সেখানে উপস্থিত আলিয়া তখনি বলে ওঠেন, ‘এ কী! এ সব কথার মানে কী!’ অবস্থা বেগতিক বুঝে দীপিকা হেসে বলেন, ‘এ সব আমার মনগড়া।’ তখনকার মতো দীপিকা সামাল দিলেও আরও একবার সদ্য চাপা পড়া গুঞ্জন চাঙ্গা করে দিল দীপিকার ওই এক লাইনের বক্তব্য।