ওয়াসীমুল বারী রাজীব ছিলেন ঢালিউডের অবিসংবাদিত খল নায়ক। পর্দায় তাঁর উপস্থিতি সিনেমার ব্যবসা বাড়িয়ে তুলত বহুগুণ। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন রাজীব। তাঁকে উত্তরা ৪ নম্বর সেক্টরে সিটি কর্পোরেশনের কবরস্থানে সমাহিত করা হয়। রাজীবের মৃত্যুর পর থেকে ধীরে ধীরে প্রচারের আলো থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন তাঁর স্ত্রী, পুত্র ও দুই কন্যা। এতবছর পর কোথায় কেমন আছেন তাঁরা? সিনেমার সাথে তাঁদের কি যোগাযোগ আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই দেখা হলো তাদের সাথে।
Advertisements
রাজীবের পরিবার বাস করেন উত্তরাতেই। রাজীবের স্ত্রী ইশমত আরা রাজীব এখন ধর্মকর্ম নিয়েই সময় কাটাচ্ছেন। বড় ছেলে দ্বীপ বিয়ে করেছেন এক মাল্টিন্যাশনাল কোম্পানির মালিকের মেয়েকে। রাজীবের আরো দুই ছেলে ১৯৯৬ সালেই নৌকাডুবিতে মারা গিয়েছেন। রাজীবের দুই মেয়ে রানিসা ও রাইসা পড়াশোনা করেছেন দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে। সিনেমার মানুষদের সাথে তারা নিজ ইচ্ছেতেই যোগাযোগ রাখেন নি।