জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। গান দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন মিডিয়া জগত। গান দিয়েই জয় করেছিলেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু তৎকালীন জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমির হাত ধরে ‘অফবিট’ নাটকের মধ্য দিয়ে প্রবেশ করেন অভিনয় জগতে। সেই শুরু হ্যান্ডসাম লুক, মায়াবী কণ্ঠস্বর আর দারুণ অভিনয়ের কারণে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সম্প্রতি চলচ্চিত্রও করেছেন তিনি। কোলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর সাথে ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করে বেশ সুনাম ও কুড়িয়েছেন তাহসান।
Advertisements
এবার তাহসানকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন লুকে স্পাইক করা চুলের সাথে খোচা খোচা দাঁড়ি। কিছুদিনের মধ্যেই মুক্তি পাচ্ছে তাহসানের ১০০তম নাটক। সেই নাটকের জন্যই তাহসানের এই লুক। নিজের ১০০তম নাটক কেক কেটে উদযাপনও করেছেন তাহসান। নিজের ফেসবুক ওয়ালে ১০০তম নাটক নিয়ে পোস্ট করে তাহসান লিখেন, ফেসবুকে ১০০তম নাটকের পোস্ট দিয়ে তাহসান জানান,
”আমার ১০০তম নাটক “কল্পতরু”…
১০০তম কাজটা একটু আলাদা ভাবে করতে চেয়েছিলাম গ্রুপ এ গল্প চেয়ে একটা পোস্ট দেয়া হয়েছিলো দুমাস আগে সেখান থেকেই বাছাই করা এই গল্প
গল্প পাঠিয়েছে ফারিয়া কবির আভা
পরিচালনায় মাবরুর রশিদ বান্নাহ
আর প্রথম বারের মতো সহশিল্পী শায়লা সাবি
প্রযোজনায় আকবর হায়দার মুন্না
সার্বিক তত্ত্বাবধানে মাসুদ উল হাসান”