ভারতের আসাম রাজ্যে একটি অনুষ্ঠানে স্থানীয়দের ‘বাংলাদেশের বাঙালি’ বলে অভিহিত করায় তীব্র সমালোচনার মখে পড়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। অপুর বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
সম্প্রতি আসামের একটি অনুষ্ঠানে অপু বলেন, আমি বাংলাদেশের মেয়ে। কিন্তু এখানে যারা বসে আছেন, তারা সবাই, তাদের সবার বাংলাদেশে জন্ম আছে… ঠিক তো? আমরা যখন বিদেশে যাই তখন আমরা সবাইকে বলি ‘বাঙালি’। আজকে আমি আসামেও একটি কথা বলবো, আপনারা সবাই আমার বাংলাদেশের বাঙালি। তাই তো?
Advertisements
অপুর এমন কথায় সম্মতি জানাতে অনেকেই অস্বীকৃতি জানান। ‘নো’, ‘নো’ বলে উঠেন। এমন প্রতিক্রিয়া পাওয়ার পর একটু হেসে অপু বলেন, ‘আপনারা সবাই আসামের, আমি জানি। কিন্তু যে ‘নো’ (অস্বীকার করছেন) বলছেন, দেখবেন আপনার দাদু, ঠাকুমা, তার ঠাকুমা, হয়তো কেউ বাংলাদেশেরই ছিল।’
অপু বিশ্বাসের এই ভিডিওটি এমন সময়ে ভাইরাল হয়েছে যখন আসামের মানুষ ‘এনআরসি’ নিয়ে উদ্বিগ্ন। এ কারণে অপু বিশ্বাসের ভাইরাল ভিডিওটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা রকমের সমালোচনা হচ্ছে।