Advertisements

বাবা হলেন ক্রিকেটার আল-আমিন

alamin বাবা হলেন ক্রিকেটার আল-আমিন

জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন পেলেন সুখবর। বর্তমানে ভারতে অবস্থানরত এই পেসার বাবা হয়েছেন। আল-আমিনের স্ত্রীর কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। সোমবার (১১ নভেম্বর) বিকেলে আল-আমিন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাবা হওয়ার সুখবর দেন। দোয়া চেয়েছেন সবার। সন্তানের দু’টি ছবি পোস্ট করেন আল-আমিন।

Advertisements

২০১৬ টি২০ বিশ্বকাপের পর আবারও জাতীয় দলে ডাক পান এই ডান হাতি পেসার। খেলেছেন সিরিজের সবগুলো ম্যাচই। টি২০ সিরিজ শেষ হলেও এখনই দেশে ফেরা হচ্ছে না সদ্য বাবা হাওয়া এই পেসারের। টেস্ট সিরিজ শেষ করেই দেশে ফিরতে হবে তাকে।

Advertisements

Check Also

আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তি মূল্যে সাকিব

ছবি: বিসিসিআই নিষেধাজ্ঞা কাটিয়ে আগেই ফেরা সাকিব আল হাসান খেলতে পারেন আইপিএলের পরের আসরে। নিলামের …