তাহসান ও মিথিলার একমাত্র সন্তান কন্যা আইয়ার। মিথিলার সাথে বিবাহবিচ্ছেদের পর থেকে বাবা তাহসানের সাথেই থাকছে আইয়ার। সম্প্রতি মেয়ে আইয়ারের জন্যে দোয়া চাইলেন তাহসান।
Advertisements
এক সাক্ষাৎকারে তিনি বলেন, সকলের দোয়ায় আমার মেয়ে বেশ ভালোই আছে। সবাই ওর জন্য দোয়া করবেন। সবসময় যেন সে ভালো থাকে। আমার ভক্তরা ও দেশবাসীসহ আপনারা সকলে দোয়া করবেন। সে যেন ভালো থাকে।