Advertisements

অভিনেত্রী কাজলের মৃত্যুতে মেয়ের কান্না!

image-138899-1578225198 অভিনেত্রী কাজলের মৃত্যুতে মেয়ের কান্না!
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কাজল-অজয় দেবগন। তাদের সংসারে রয়েছে দুই সন্তান নিশা ও নাইশা। সম্প্রতি ছোট মেয়ে নাইশাকে ঘিরে ঘটেছে অন্যরকম এক ঘটনা।

কারিনা কাপুরের রেডিও শোয়ে হাজির হয়ে সেই গল্প শোনালেন কাজল। একবার সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে নাকি কাঁদতে শুরু করেছিলো নাইশা। সিনেমা হলে তার কান্না থামানো যাচ্ছিলো না। সিনেমায় মা কাজলের একটি দৃশ্য দেখে ভীষণ রকম ভেঙে পড়েছিলো সে।

Advertisements

সিদ্ধার্থ মালহোত্রা নির্মাণ করেছিলেন ‘উই আর ফ্যামিলি’ সিনেমাটি। কাজল এতে মায়া চরিত্রে অভিনয় করেন। এই সিনেমায় আরো ছিলেন অর্জুন রামপাল, কারিনা কাপুর প্রমুখ।

কাজল বলেন, নাইশাকে নিয়ে আমার অভিনীত ‘উই আর ফ্যামিলি’ সিনেমাটি দেখতে গিয়েছিলাম। সেটি দেখে আচমকাই কাঁদতে শুরু করলো সে। সিনেমার একটি দৃশ্যে দেখানো হয়, ৩ সন্তানকে রেখে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাই আমি। পর্দায় মায়ের মৃত্যু দেখে সহ্য করতে পারেনি নাইশা। ফলে সিনেমা দেখার মাঝেই কাঁদতে শুরু করে।

Advertisements

Check Also

আপ্লুত সুনেরা, জানালেন নিজের স্বর্গের ঠিকানা

সুনেরাহ বিনতে কামাল একদম নিজের জগতে যেখানে মন খুলে প্রাণ যা ইচ্ছে বলা যায়, করা …