সুন্দর দিন কাটছিল ফাহাদ-নিশাত দম্পতির। ভালোবাসা পূর্ণ সংসারে প্রিয়তমা স্ত্রীকে ঘিরে নানা স্মৃতি গড়ে উঠে ফাহাদের। সেই ভালোবাসা পূর্ণ সংসারে আসল ভয়ানক আঘাত। করোনাভাইরাস আক্রান্ত হয়ে স্ত্রী নিশাত চলে গেলেন না ফেরার দেশে। এখন স্বামী ফাহাদের কাছে প্রিয়তমা নিশাত শুধুই স্মৃতি।
Advertisements
সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিশাত আফছা চৌধুরী মৃত্যুবরণ করেন। নিশাতের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ার সদর ইউপির করের গ্রামে।
স্বামী আফাজুর রহমান চৌধুরী ফাহাদ জানান, তার সঙ্গে স্ত্রী নিশাত বসবাস করতেন। মৃত্যুর দুইদিনে আগে জ্বর-কাশি নিয়ে যুক্তরাষ্ট্রের কুইন্স হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।