Advertisements

জীবন থামলেও করোনায় থেমে নেই ভালোবাসা, ছবি ভাইরাল

mamma-2004131528 জীবন থামলেও করোনায় থেমে নেই ভালোবাসা, ছবি ভাইরাল

বিশ্বজুড়ে মৃত্যুমিছিলের ভিড়ে ভালোবাসা মাখানো একটি দৃশ্য মুহূর্তেই মন ভালো করে দিতে পারে। সম্প্রতি একজন করোনা রোগীর সঙ্গে ইরানের এক স্বাস্থ্যকর্মীর এমনই একটি ছবি সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।

জীবনের কঠিন মুহূর্তেও যে ভালোবাসা ও মানবিকতার গল্প তৈরি করা যায়, তা বারবার দেখাচ্ছেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা। অ্যালঝাইমার্স আক্রান্ত এক বয়স্ক নারী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর সেখানেই মেঝেতে বসে নিজের কোলে ওই নারীকে শুইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন এক পুরুষ নার্স। যেন মাকে ঘুম পাড়াচ্ছেন ছেলে।

Advertisements

জানা গেছে, মাম্মা কোবরা নামের ওই নারী সব ভুলে যান। চিনতে পারেন না কাছের মানুষকেও। এই পরিস্থিতিতে করোনার তাণ্ডব থেকেও রেহাই পাননি তিনি। তাকে ইমাম খোমেইনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই হাসপাতালে অনেকদিন ধরেই মানুষের সেবা করে চলেছেন স্বাস্থ্যকর্মী জাভেদ। সেখানেই তার সঙ্গে আলাপ হয় মাম্মা কোবরার। হঠাৎই শনিবার রাতে ওই বৃদ্ধা সব ভুলে যান। হাসপাতালকেই নিজের বাড়ি ভাবতে শুরু করেন। আর জাভেদকে নিজের ছেলে। হাসপাতালের বাকি চিকিৎসক, নার্সরা যখন ওই নারীকে নির্দিষ্ট বিছানায় শুতে যাওয়ার কথা বলেন, তাতে রাজি হননি তিনি। তখন এগিয়ে আসেন জাভেদ। মেঝেতে বসে নিজের কোলে তিনি টেনে নেন মাম্মাকে। সেখানে শুয়ে নিশ্চিন্তে ঘুমিয়েও পড়েন তিনি।

এই মানবিক ছবিটিই এখন সামাজিক মাধ্যমে ঘুরছে। তবে জাভেদ বলছেন, তিনি তো আমার মায়ের মতোই। আমার মায়ের এমন হলে আমি যা করতাম, তার ক্ষেত্রেও তাই করেছি।

Advertisements

Check Also

৬৪ বছর বয়সী বৃদ্ধের ২৭ স্ত্রী, ১৫০ ছেলে-মেয়ে

কানাডার অন্যতম পরিচিত ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির স্ত্রীর সংখ্যা ২৭। তার ছেলে-মেয়ে …