ঢাকাই চলচ্চিত্রের এই প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। চলচ্চিত্রের পর্দায় তাকে দেখে অনেকেই প্রেমে পড়েছেন ঠিকই, কিন্তু এই চিত্রনায়িকার জীবনেও প্রেম এসেছিল। তিনিও প্রেমে পড়েছিলেন।
প্রথম প্রেম সম্পর্কে ববি বলেন, ‘আমি যখন স্কুলে পড়ি তখন আমার এক টিচারকে খুব ভালো লেগে যায়। তিনি দেখতে সুন্দর ছিলেন। তার ব্যক্তিত্ব আমার ভালো লাগত। আবার তিনি রাগিও ছিলেন। তারপরও কেন জানি তাকে ভালো লেগেছিল। কিন্তু ভয় পেয়ে স্যারকে বলতে পারিনি। তিনি বিবাহিত জানার পরও ভালো লেগে যায়, এটাই প্রথম প্রেম। এটা কোনো বিষয় মনে হয়নি। বিষয়টি এর আগে কাউকে বলা হয়নি। কারণ জানাজানি হলে লোকে কি বলবে তাই! এখন যেহেতু বিষয়টি অতীত হয়ে গেছে তাই শেয়ার করলাম। আর এটাই আমার প্রথম প্রেম ছিল।’
Advertisements
তবে শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তার প্রেমে দিওয়ানা হয়েছেন অনেকে। এ প্রসঙ্গে ববি বলেন, ‘কলেজে পড়া অবস্থায় আমার এক বছরের সিনিয়র এক ছেলে আমাকে খুব পছন্দ করতেন। তার বন্ধুদের মাধ্যমে অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছিল। আমি এতে রাজি হইনি। তারা বেশ কয়েকবার বুঝানোর পরও রাজি হয়নি। আমি না করে দেওয়ার কারণে ছেলেটি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিল, হাত কেটেছিল। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ছেলেটির মা আমার আম্মুর কাছে ফোন করে অনুরোধ করছিল তাকে হাসপাতালে দেখতে যেতে। আমি খবর শুনে দোয়া করেছি ছেলেটি যেন মারা না যায়। পরে জানতে পারি, ছেলেটি সুস্থ হয়েছে। এ বিষয়টি জীবনে কখনো ভুলতে পারব না।’
ববির প্রেমিক পুরুষ কেমন হবে তা জানতে চাইলে ববি বলেন, ‘ভালো মনের একজন মানুষ খুঁজছি। যে কিনা আমাকে যত্ন করবে, ভালোবাসবে, সিনেমাকে ভালোবাসবে। তবে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে।’
করোনার সংক্রমণ রোধে সাধারণ মানুষের মতো শোবিজের তারকারাও ঘরবন্দি সময় পার করছেন। চিত্রনায়িকা ববিও তার ব্যতিক্রম নন, পরিবারের সঙ্গে তার সময় কাটছে।