Advertisements

৫৫ জেলায় করোনা, কোন জেলায় কতজন শনাক্ত

image-155155-1587559569 ৫৫ জেলায় করোনা, কোন জেলায় কতজন শনাক্ত

দেশের ৬০ জেলার মধ্যে ৫৫ জেলায় প্রাণঘাতি ভাইরস করোনা ছড়িয়ে পড়েছে। করোনা আক্রান্ত রোগী সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা মহানগরে। এরপরই রয়েছে ঢাকার পাশের দুই সিটি নারায়ণগঞ্জ ও গাজীপুর।

করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ঢাকা ১ হাজার ২৭৭ জন। ঢাকার বাইরে প্রথমেই আছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে মোট কভিড আক্রান্ত হয়েছেন ৪৯২ জন। যার মধ্যে সিটি করপোরেশনেই আছে ৩৬৪ জন। নারায়ণগঞ্জে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। সুস্থ হয়েছেন ১৬ জন। সেখানে টোটাল কোয়ারেন্টাইনে আছেন ৬৮১ জন। ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলার পরে গাজীপুর আক্রান্ত হয়েছেন ২৬৯ জন , কিশোরগঞ্জে ১৪৬ জন এবং নরসিংদী ১৩৬ জন।

Advertisements

সারাদেশে করোনায় আক্রান্তদের মধ্যে ৭৩ শতাংশই ঢাকা বিভাগের। এ বিভাগের অন্য জেলাগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা হলো- মুন্সীগঞ্জ ৫৪, গোপালগঞ্জ ৩০, মাদারীপুর ২৬, টাঙ্গাইলে ১৩, মানিকগঞ্জে ৯ ও ফরিদপুরে ৫ জন।

চট্টগ্রাম জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪১ জন। দেশের অন্য জেলাগুলোতে করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা হলো- চট্টগ্রাম ৪১, ময়মনসিংহ ৪০. বরিশাল ৩২. নেত্রকোনা ১৮, বরগুনা ১৭, গাইবান্ধা ১৩, ব্রাহ্মণবাড়িয়া ১১, হবিগঞ্জ ১১, দিনাজপুর ১১. রাজবাড়ী ১০, চাঁদপুর ১০, নীলফামারী ৯, রাজশাহী ৯, শরীয়তপুর ৮, রংপুর ৭, পটুয়াখালী ৭, ঠাকুরগাঁও ৬, কক্সবাজার ৫, পিরোজপুর ৫, সিলেট ৪, ঝালকাঠী ৪, নোয়াখালী ৪, কুড়িগ্রাম ৩, খুলনা ৩, ফেনী ৩, জয়পুরহাট ৩, পাবনা ৩, চুয়াডাঙা ২, মৌলভীবাজার ২, লালমনিরহাট ২, নড়াইল ২, বগুড়া ২, সিরাজগঞ্জ ২, সুনামগঞ্জ ১, বান্দরবান ১, পঞ্চগড় ১, যশোর ১, বাগেরহাট ১, নওগাঁ ১ এবং চাঁপাইনবাবগঞ্জে ১ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ৩৯০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। সবমিলিয়ে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৭২ জন হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১২০ জন।

Advertisements

Check Also

অভিজাত এলাকায় বিচরণ ডিজে নেহার, চলত উদ্যাম নৃত্য

ছবি: ভিডিও থেকে সংগৃহীত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অতিরিক্ত মদপান করিয়ে ধর্ষণ ও হত্যার ঘটনায় …