
করোনাভাইরাস নিয়ে সচেতনতা তৈরি করতে মাঝে মাঝেই ভিডিও প্রকাশ করেন আমেরিকা প্রবাসী অভিনেতা টনি ডায়েস। গত ১০ এপ্রিল টনি ডায়েস প্রকাশ করেছেন একটি চিঠি আবৃত্তি করে ভিডিও বানিয়েছেন। যেখানে দেখা যায় করোনা আতঙ্কে ছেলে মায়ের কাছে চিঠি লিখেছে। যে ভিডিওতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন টনি ডায়েসের মা ম্যারি ডায়েস। ভিডিওটি টনির ইউটিউব চ্যানেল ‘ডায়েস ইবিজ’-এ আপলোড হয়েছে।
Advertisements
এ বিষয়ে টনি ডায়েস বলেন, ‘করোনাভাইরাস সবকিছুকে লন্ডভন্ড করে দিয়েছে। বিচ্ছিন্ন করেছে পরিবারকে। হারাচ্ছি প্রিয় মানুষ গুলোকে। কানাডার ভেনকুভারে ছেলে পড়াশোনা করছে। বাবা মা বাংলাদেশে। নাড়ির টান যেন মানে না। মা আকুল হয়ে আছে ছেলের জন্য। ছেলে তাদের জন্য। আর সবার মতোই মৃত্যু, ছেলেকে আতঙ্কিত করছে। একা একা প্রবাসে লড়ে যাচ্ছে। আর মা চোখের জল লুকিয়ে ছেলের সঙ্গে ফোনে কথা বলছে। মেসেজ আদান প্রদান করছে। সাহস দেয়ার চেষ্টা করছে। সে যে এক বেঁচে থাকার যুদ্ধ। সে সব মেসেজের কিছু অংশকে নিয়ে চেষ্টা করেছি আমার এই ভিডিও চিত্রকল্পে তুলে ধরার। মার কাছে ছেলের চিঠি।’
তিনি আরও বলেন, ‘নাজনিন নাহার চিঠির বিষয়টা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তাকে ধন্যবাদ। কিছু ফুটেজ নেওয়া ছিল আগেই। আমার মা জীবনে প্রথম অভিনয় করল। প্রথম ক্যামেরার সামনে দাঁড়াল। অন্যরকমের অনুভূতি আমাদের জন্য।’