Advertisements

কারিনার মেকাআপ ছাড়া ছবি নিয়ে যা বললেন মালাইকা

image-165678-1589352617 কারিনার মেকাআপ ছাড়া ছবি নিয়ে যা বললেন মালাইকা

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেছেন। মঙ্গলবার গভীর রাতে পোস্ট করা ওই সেলফিতে মেকাপছাড়া সূর্যের আলোতে দেখা গেছে কারিনাকে। তার এই ছবিতে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা।

Advertisements

মালাইকা কারিনার ওই ছবির নিচে কমেন্টে লিখেছেন, তুমি সত্যিই খুব সুন্দর। আরেকজন লিখেছেন, আপনাকে যখন এমন সুন্দর দেখায় তখন মেকআপের প্রয়োজন হয় না।

এই বছরের শুরুতে ইনস্টাগ্রামে যোগ দেয়ার পর থেকেই নিয়মতি সেখানে পোস্ট করেন কারিনা। মা দিবসে ছেলে তৈমুরকে নিয়ে একটি ছবি পোস্ট করেন তিনি।

Advertisements

Check Also

অভিনেতা দাদাকে স্মরণ করে কাঁদলেন নাতনি! (ভিডিও)

জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের ক্যানসারে কাছে হার মেনে গত ২৬ ডিসেম্বর না ফেরার দেশে চলে …