Advertisements

অভিনেত্রী আনোয়ারার ভাই করোনায় মারা গেলেন

image-162483-1592046447 অভিনেত্রী আনোয়ারার ভাই করোনায় মারা গেলেন

প্রবীন চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারার ভাই হুমায়ূন কবির করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। শনিবার (১৩ জুন) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রী আনোয়ারার মেয়ে রুমানা রব্বানী।

Advertisements

তিনি বলেন, কয়েক বছর আগেই মামার ওপেন হার্ট সার্জারী করা হয়েছিলো। এছাড়াও শারীরিকভাবে নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। গেল সপ্তাহে তার শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলে। এরপর থেকে ল্যাবএইডে তার চিকিৎসা চলছিলো। অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মামা আমাদের ছেড়ে চলে গেলেন।

রুমানা রব্বানী জানান জানান, পাঁচবোনের মধ্যে আম্মার একমাত্র ভাই ছিলেন মামা। তার মৃত্যুতে মা মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। সবার আমাদের জন্য দোয়া করবেন।

তিনি আরও জানান, শনিবার রায়ের বাজারের একটি কবরস্থানে দাফন করা হবে হূমায়ূন কবিরের মরদেহ।

উল্লেখ্য, রাজধানীর মগবাজারে পরিবারের নিয়ে থাকতেন হুমায়ূন কবির। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত না থাকলে বোন আনোয়ারাকে সবসময়ই অনুপ্রেরণা দিয়ে গেছেন তিনি।

Advertisements

Check Also

অভিজাত এলাকায় বিচরণ ডিজে নেহার, চলত উদ্যাম নৃত্য

ছবি: ভিডিও থেকে সংগৃহীত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অতিরিক্ত মদপান করিয়ে ধর্ষণ ও হত্যার ঘটনায় …