Advertisements

এবার নিজেদের ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন আনুশকা

anushka-2006100554 এবার নিজেদের ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন আনুশকা

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ভালবেসে বিয়ে করেছেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলিকে। বিয়ের পরে তাদের ‘হ্যাপি লাইফ’ বেশ ভালই যাচ্ছিলো। কিন্তু হঠাৎ যেন ছন্দ পতন। শুরু হলো তাদের ডিভোর্স নিয়ে গুঞ্জন।

Advertisements

কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের কেমিস্ট্রি যে আরো জমে উঠেছে এইটা তাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দেখলেই বুঝা যায়। কিন্তু এই সুখের সময়ে কেন এই গুঞ্জন?

মিস্টার অ্যান্ড মিসেস কোহলিকে নিয়ে একটি পুরনো আর্টিক্যাল হঠাৎ করেই ভাইলা হয়ে যায়। তারপরই সেটা ট্রেন্ডিংয়ে চলে আছে। তবে এমন গুজবে কান দিতে নারাজ নেটিজেনরাও।

আনুশকা এ প্রসঙ্গে বলেন, ডিভোর্স নিয়েও নোংরামি চলছে। আমি অবাক হয়ে যাই মানুষ নিজের বুদ্ধি কাজে লাগিয়ে চলে না কেন। এই ভাইরালে হয়তো আমার কিছু হবে না। তবে মানসিক দিক থেকে সব ভাইরাল নিতে পারি না।

Advertisements

Check Also

আপ্লুত সুনেরা, জানালেন নিজের স্বর্গের ঠিকানা

সুনেরাহ বিনতে কামাল একদম নিজের জগতে যেখানে মন খুলে প্রাণ যা ইচ্ছে বলা যায়, করা …