Advertisements

চাঁদেও জমি কিনেছিলেন সুশান্ত

image-162736-1592208172 চাঁদেও জমি কিনেছিলেন সুশান্ত

চাঁদেও এক টুকরো জমি কিনেছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ইন্টারন্যাশনাল লুনার সোসাইটি যখন কাগজে বিজ্ঞাপন দিয়ে চাঁদে জমি বিক্রির কথা ঘোষণা করেছিল তখনই এই জমি কেনেন বলিউড তারকা।

Advertisements

মহাকাশের প্রতি কী বিপুল টান ছিল সদ্য প্রয়াত সুশান্ত’র। তিনিই ছিলেন প্রথম ভারতীয় অভিনেতা, যিনি চাঁদে জমি কিনেছিলেন। শাহরুখ খানের আগেই চাঁদের জমির মালিক হয়েছিলেন তিনি।

চাঁদের যে অংশটা কিনেছিলেন নায়ক, তার নাম ‘সি অব মাস্কভি’। ইন্টারন্যাশনাল লুনার ল্যান্ডস রেজিস্ট্রি থেকে চাঁদের ওই অংশটি নিজের নামে কিনেছিলেন সুশান্ত।

শুধু তাই নয়, সৌরজগত নিয়ে এতটাই আগ্রহী ছিলেন, যে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ টেলিস্কোপ ছিল তার সংগ্রহে । যার মাধ্যমে শনির বলয় দেখতেন তিনি।

মহাদেবের প্রতি ছিল অসীম বিশ্বাস। দেবাদিদেব মহাদেবের পোস্টও করতেন প্রায়শই।

Advertisements

Check Also

বিয়ে আল্লাহর দেওয়া নেয়ামত: শবনম ফারিয়া

গত ১৪ ফেব্রুয়ারি তামিমা তাম্মি নামে এক নারীকে বিয়ে করেন ‘ব্যাডবয়’ খ্যাত ক্রিকেটার নাসির হোসেন। …