আলোচিত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’ -এর চমক হিসেবে যুক্ত হয়েছেন বলিউডের সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমান। বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ সিনেমায় সংগীত পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন বলে ভ্যারাইটি ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অস্কারজয়ী ভারতীয় এই সুরকার। একই সঙ্গে সিনেমাটির সহপ্রযোজক হিসেবে যুক্ত থাকছেন বলে জানান এ আর রহমান।
ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমার আরেক চমক মুম্বাইয়ের শক্তিমান অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। পৃথিবীতে চলমান অভিবাসন ও পরিচয় সঙ্কটের গল্পে ইংরেজি ভাষার এ সিনেমাটিতে ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘স্যাকরেড গেমস’ খ্যাত এই অভিনেতাও সহপ্রযোজক যুক্ত হয়েছেন।
‘নো ল্যান্ডস ম্যান’ ছবিটির প্রযোজনায় আরও যুক্ত হয়েছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, আমেরিকান প্রযোজক শ্রীহরি শাথে, নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। এর সহ-প্রযোজনায় রয়েছে বঙ্গ।
সিনেমাটিতে বাংলাদেশের তারকাদের মধ্যে আছেন তাহসান খান। এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিশেল মেগান।
দক্ষিণ এশিয়ার একজন কাজের সন্ধানে যুক্তরাষ্ট্রে গিয়ে অস্ট্রেলিয়ান এক নারীর সঙ্গে সাক্ষাতের পর জীবনে ঘটে যাওয়ার নানা ঘটনাই তুলে ধরা হয়েছে এতে। ছবির বেশির ভাগ দৃশ্যই ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও অস্ট্রেলিয়ার সিডনিতে।
Advertisements
এ চলচ্চিত্রে যুক্ত হওয়ার কারণ হিসেবে এ আর রহমান বলেন, “সময় সবসময়ই নতুন পৃথিবী, নতুন আদর্শের জন্ম দেয়। সদ্যোজাত পৃথিবীতে নতুন নতুন সংকট থাকে, নতুন নতুন গল্পও বলে। এটি (নো ল্যান্ডস ম্যান) সেই ধরনেরই একটি গল্প।”
এ আর রহমান সিনেমায় যুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করে নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, উনার মতো একজন শিল্পীকে পেয়ে আমরা সম্মানিত বোধ করছি। শুধু সংগীত পরিচালক হিসেবেই নয় সহপ্রযোজক হিসেবে তিনি এ চলচ্চিত্রকে সমৃদ্ধ করবেন।
‘স্লামডগ মিলিয়নিয়ার’ চলচ্চিত্রের সংগীত পরিচালনার জন্য ৮১তম অস্কারে দুটি পুরস্কার লাভ করেন এ আর রহমান। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ‘১২৭ আওয়ার্স’ চলচ্চিত্রের সংগীত পরিচালনার জন্য একাধিকবার মনোনয়ন পেয়েছিলেন তিনি। সুরকার হিসেবে একাধিকবার পেয়েছেন গ্রামি অ্যাওয়ার্ড।
‘নো ল্যান্ডস ম্যান’র চিত্রনাট্য এরইমধ্যে মধ্যেইএকাধিক ফেস্টিভ্যালে ফান্ড জিতে নিয়েছে। ছবিটি ২০১৪ সালে বুসান ফিল্ম ফেস্টিভালে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়। একই বছর নভেম্বরে ভারতের এনএফডিসি আয়োজিত ফিল্ম বাজারে শ্রেষ্ঠ প্রজেক্টের পুরস্কার ও ডিসেম্বরে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অফ আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড-এর যৌথ উদ্যোগে দেওয়া অ্যাপসা ফিল্ম ফান্ডও লাভ করে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও অস্ট্রেলিয়ার সিডনি, ভারতের মুম্বাই ও লখনৌতে চলচ্চিত্রের দৃশ্যধারণ হয়েছে। দৃশ্যধারণ শেষ চলচ্চিত্রটি এখন সম্পাদনার টেবিলে রয়েছে, চলতি বছরের শেষভাগে মুক্তির পরিকল্পনা রয়েছে। মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত আরেক চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ সেন্সর বোর্ডের আটকে আছে। ছবিটি কবে নাগাদ ছাড়পত্র পাবে তা নিশ্চিত করে জানাতে পারেননি দেশের আলোচিত এই চলচ্চিত্র নির্মাতা।