Advertisements

সারাকে ‘নির্লজ্জ’ বলে আক্রমণ কমল খানের!

aaaaa সারাকে ‘নির্লজ্জ’ বলে আক্রমণ কমল খানের!

তারকাদের কটাক্ষ করায় সিদ্ধহস্ত কমল আর খান (কেআরকে)। এর আগে তিনি সুজিত সিরকার, দেবলীনা ভট্টাচার্যসহ অনেককে নিয়েই তীব্র কটাক্ষ করেছেন। এবার তাঁর বিদ্রুপবাণে বিদ্ধ সাইফ আলি খানের কন্যা সারা আলি খান।

ভারতের সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সরব হন বলিউড অভিনেত্রী সারা আলি খান। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্ট্যাটাস দেন সাইফকন্যা। মার্কিন কৃষ্ণাঙ্গ খুন কিংবা কেরালারর পালাক্কডে অন্তঃসত্ত্বা হাতির মৃত্যু, একের পর এক সামাজিক বিষয় নিয়ে মুখ খোলেন সারা।

Advertisements

এতেই চটেন কেআরকে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ খুনের বিষয়ে প্রতিবাদ করতে পারেন সারা, হাতির মৃত্যু নিয়েও মুখ খুলতে পারেন, কিন্তু পরিযায়ী শ্রমিকদের দুঃখ-কষ্ট তাঁকে ভাবায় না। খালি পেটে মাইলের পর মাইল যখন হেঁটে যান পরিযায়ী শ্রমিকরা, তখন সারার কষ্ট হয় না বলে আক্রমণ করেন কমল আর খান।

শুধু তা-ই নয়, ‘এবার তো নিজের মধ্যে কিছু লাজলজ্জা নিয়ে আসুন’ বলেও আক্রমণ করেন কেআরকে। পাশাপাশি নিজের জীবন চালানোর জন্য কিছু লাজলজ্জার প্রয়োজন আছে বলেও সাইফকন্যাকে কটাক্ষ করেন কেআরকে।

Advertisements

Check Also

আপ্লুত সুনেরা, জানালেন নিজের স্বর্গের ঠিকানা

সুনেরাহ বিনতে কামাল একদম নিজের জগতে যেখানে মন খুলে প্রাণ যা ইচ্ছে বলা যায়, করা …